বড় উত্থানের পর বড় পতন, এরপর আবার উত্থান, এমন পরিস্থিতি দেখা দিয়েছে দেশের শেয়ারবাজারে। বুধবার (১৮ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বেড়েছে মূল্যসূচক। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কামার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। এরপরও বেড়েছে মূল্যসূচক ও লেনদেন।
Advertisement
এর আগে ঈদের পর প্রথম কার্যদিবস রোববার (১৫ জুন) শেয়ারবাজারে মূল্যসূচকের মিশ্র প্রবণতা দেখা যায়। তবে দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ জুন) বড় উত্থান হয়। সেইসঙ্গে বাড়ে লেনদেনের গতি। ডিএসইতে ২৩ কার্যদিবস পর চারশ কোটি টাকার বেশি লেনদেনের দেখা মিলে। তবে পরের কার্যদিবস মঙ্গলবার শেয়ারবাজারে আবার বড় দরপতন হয়।
এমন পরিস্থিতিতে বুধবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুর দিকে ডিএসইতে সবকটি মূল্যসূচক ঋণাত্মক হয়ে পড়ে। কিন্তু দুপুর ১২টার থেকে বাজারে চিত্র বদলে যায়। দাম কমার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে।
ফলে দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১১২টির। আর ৮২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট বেড়েছে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
Advertisement
অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩১৩ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৪ কোটি ২১ লাখ টাকা।
এ লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে বিচ হ্যাচারি। কোম্পানিটির ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১৫ লাখ টাকার। ১১ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, অগ্নি সিস্টেম, শাহিনপুকুর সিরামিক, ওরিয়ন ইনফিউশন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।
Advertisement
অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৩ প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৭টির এবং ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১১ কোটি ১৭ লাখ টাকা।
এমএএস/এমএএইচ/জিকেএস