আইন-আদালত

অতিরিক্ত পুলিশ সুপার মইনুলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

অতিরিক্ত পুলিশ সুপার মইনুলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

রাজধানীর মিরপুর ও গাবতলী এলাকায় গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার এস এম মইনুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল ও শুনানির জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন।

Advertisement

বুধবার (১৮ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে আজ শুনানির পর সাংবাদিকদের এমন তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এস এম মইনুলসহ বেশ কয়েকজন আটক আছেন এবং অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন। এর আগে গণহত্যার এ মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর শুনানি শেষে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।

Advertisement

এফএইচ/এমএএইচ/জিকেএস