ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে উচ্চশিক্ষা খাত সংস্কারের আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করে গবেষণা খাতে বরাদ্দ কমানো হয়েছে—এমন দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনটি মনে করছে, এ বাজেটে শিক্ষার্থীদের স্বার্থের যথার্থ প্রতিফলন ঘটেনি।
Advertisement
বুধবার (১৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় সংগঠনটি।
এর আগে, গতকাল মঙ্গলবার (১৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট অনুমোদিত হয়েছে ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার। বাজেটের ৬৩ শতাংশ ব্যয় হবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশনে। গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২১ কোটি ৫৭ লাখ টাকা, যা মোট বাজেটের মাত্র ২ দশমিক ০৮ শতাংশ।বাজেট প্রতিক্রিয়ায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আকাশ আলী যৌথ বিবৃতিতে বলেন, এ বাজেট খুবই অপর্যাপ্ত। এতে শিক্ষার্থীদের স্বার্থের যথার্থ প্রতিফলন ঘটেনি, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি।
তারা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে সব খাতের মতো শিক্ষা খাতেও সংস্কারের প্রত্যাশা ছিল। এ খাতে সংস্কার আনতে বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। কিন্তু আমরা এর উল্টোটা দেখতে পাচ্ছি।
Advertisement
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেটে যথাযথ বরাদ্দ দেওয়া হয়নি। উপেক্ষিত হয়েছে গবেষণা, আবাসন, খাদ্য, চিকিৎসা, পরিবহনসহ শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলো। মূল্যস্ফীতির বাজারে বর্ধিত ব্যয় অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবনকেই অনিশ্চয়তা এবং আর্থিক কষ্টের দিকে ঠেলে দেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এফএআর/এমকেআর/জিকেএস