আইন-আদালত

ফ্যালকনের চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফ্যালকনের চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণের নামে ৪৭৮ কোটি টাকা তছরুপের অভিযোগে ফ্যালকন ইন্টারন্যাশনাল নিট কম্পোজিট লিমিটেড ও এবিসি নিট ডাইং অ্যান্ড ফিনিশিং মিলসের চেয়ারম্যান মাহতাবউদ্দিন আহমেদ চৌধুরীসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Advertisement

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্যরা হলেন- প্রতিষ্ঠানের পরিচালক মাহবুবা হাসনাত মাহিন চৌধুরী, ফজলুল করিম ও মো. মিনহাজুল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ জুন) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক বিলকিস আক্তার।

দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ঘুস নেওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাতটি প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের নামে ৪৭৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত চলমান। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশত্যাগ করার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে তাদের দ্বারা পাচার করা অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তারা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য তাদের বিদেশগমন রহিত করা জরুরি।

Advertisement

এমআইএন/এমএএইচ/জিকেএস