দেশজুড়ে

জামায়াতের কর্মী সভায় ছাত্রলীগ নেতা!

জামায়াতের কর্মী সভায় ছাত্রলীগ নেতা!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের কর্মী সভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জাকারিয়া হোসেনকে (২৪) দেখা গেছে। জামায়াতের সভায় ছাত্রলীগ নেতার সরব উপস্থিতির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে নানান মন্তব্য করছেন নেটিজেনরা।

Advertisement

ছড়িয়ে পড়া ওই ছবির বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ জুন বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।

কর্মী সভায় উল্লাপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেনও উপস্থিত ছিলেন। তিনি বজ্রাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে ও আকবর আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৭ জুন) জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মেহেদী হাসান এ ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে তার ফেসবুক আইডিতে ওই ছবি পোস্ট করে বলেন, ‘সম্প্রতি উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে ছাত্রলীগের একজন নেতার উপস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ও নীতি বিচ্যুতিমূলক। বিশেষ করে জুলাই বিপ্লবে উল্লাপাড়া ছাত্রলীগের দমনমূলক ভূমিকা ও জনগণের বিরুদ্ধে অবস্থানের পর এমন একজনকে জামায়াতের মঞ্চে দেখা যাওয়া রাজনৈতিক আদর্শ ও নৈতিকতার বিপর্যয়।’

Advertisement

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় শিবিরের এক কর্মী জাগো নিউজকে বলেন, ওই ছাত্রলীগ নেতা স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর জামায়াতের কিছু নেতার সঙ্গে বেশ সখ্য গড়ে তুলেছেন। তারা জামায়াতের বিভিন্ন সভায় তাকে নিয়ে যান। অথচ ওই ছাত্রলীগ নেতা পতিত আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর ইমামের নির্দেশে ছাত্র-জনতার ওপর হামলা ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছিলেন।

এদিকে জামায়াতের কর্মী সভায় উপস্থিত হওয়ার কথা স্বীকার করে সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন বলেন, ‘আমার বাবা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর একজন রোকন ও পল্টন থানার কর্মপরিষদের সদস্য। এবার ঈদে বাড়িতে এসে জামায়াতের ওই কর্মী সভায় আমাকে নিয়ে গিয়েছিলেন। তাছাড়া আমি আগে ছাত্রলীগ করলেও বর্তমানে কোনো পদে সম্পৃক্ততা নেই।’

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী জাগো নিউজকে বলেন, জাকারিয়া হোসেন আমাদের সংগঠনের কেউ না। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনিও না। ওইদিন কর্মী সভায় কে বা কার সঙ্গে উপস্থিত হয়েছিল সেটাও আমার জানা নেই। তবে এ বিষয়টি খতিয়ে দেখা হবে।

এম এ মালেক/এফএ/জিকেএস

Advertisement