উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বজ্রমেঘ ও সক্রিয় মৌসুমি বায়ুর তারতম্যের আধিক্যের কারণে বুধবারও (১৮ জুন) মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। মোংলার উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টিতে এখানকার স্বাভাবিক কাজ কর্ম ব্যাহত ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
Advertisement
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত বুধবারও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মোংলায় বৃষ্টিপাত হয়েছে ৫৬ মিলিমিটার।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, এমন আবহাওয়া ও বৃষ্টিপাত আরো কয়েকদিন ধরে অব্যাহত থাকবে। এছাড়া উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যাবে।
এদিকে টানা বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরে অবস্থানরত সার ও চালবাহী জাহাজের পণ্য বোঝাই-খালাস এবং পরিবহনের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে অন্যান্য জাহাজগুলোতে কাজ চলছে।
Advertisement
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, বুধবার মোংলা বন্দরে ১১টি বিদেশি বাণিজ্যিক জাহাজের অবস্থান রয়েছে। এরমধ্যে সার ও চালবাহী ৪টি জাহাজের পণ্য খালাস কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এছাড়া বৃষ্টির কারণে মাল খালাস করতে না পারায় সারবাহী জাহাজ এমভি টিবিএস প্রিন্সেস সময়মতো বন্দর ত্যাগ করতে পারেনি।
আবু হোসাইন সুমন/এমএন/জেআইএম