ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের চলমান হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি সৃষ্টি করছে ও বিশ্বকে একটি পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি করছে, এমনটাই জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
Advertisement
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে মস্কো বলেছে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের লাগাতার ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ এবং এটি পুরো বিশ্বকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
রাশিয়া দাবি করেছে, এই সংঘাত মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা তৈরি করতে পারে এবং ইসরায়েলকে সতর্ক হয়ে অবিলম্বে পারমাণবিক স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
রাশিয়ার মতে, ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া প্রমাণ করে যে, ইসরায়েল কেবল তার সহযোগী দেশগুলোর সমর্থনেই নির্ভর করছে।
Advertisement
ইসরায়েলের মিত্ররা গত সপ্তাহে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট একটি প্রস্তাব পাস করিয়েছে, যা ইসরায়েলকে খোলা ছাড়পত্র দিয়েছে এবং এই ট্র্যাজেডির জন্ম দিয়েছে।
ইসরায়েল দাবি করছে, ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে, যার প্রেক্ষিতে তারা হামলা চালিয়েছে। কিন্তু ইরান এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা অভিযোগ করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই সামরিক অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা পণ্ড করতে চাইছে।
সূত্র: আরটি
Advertisement
এমএসএম