খেলাধুলা

মুশফিকের ১৫০, লিটনের ফিফটি

মুশফিকের ১৫০, লিটনের ফিফটি

টেস্ট ক্রিকেটে আরও একবার ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। গল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এই মাইলফলকে পৌঁছান তিনি।

Advertisement

এই ইনিংসের আগে ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ১৯১ রান করেছিলেন মুশফিক। টেস্ট ক্রিকেটে এ নিয়ে সাতবার ১৫০ রানের মাইলফলক ছুঁলেন ৩৮ বছর বয়সী ডানহাতি টাইগার ব্যাটার।

অন্যপ্রান্তে দাঁড়ানো লিটন দাসও করে ফেলেছেন ফিফটি। তাদের অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটিতে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১২২ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ৪০২ রান। মুশফিকুর রহিম ১৫৩ আর লিটন দাস ৫০ রানে অপরাজিত।

Advertisement

আজ বুধবার ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৩৬ আর মুশফিকুর রহিম ১০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেন।

ভক্ত-সমর্থকরা আশা করছিলেন শান্ত ২০০ রানের ইনিংস খেলতে পারবেন। মুশফিকও আশা করছিলেন সেটি। কিন্তু তাদের আশা পূরণ হয়নি।১৫০ রানের কাছাকাছি গিয়ে আউট হন শান্ত।

দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শান্ত। কিন্তু শর্টটি ভালো হয়নি। মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ হয়ে যান বাংলাদেশ অধিনায়ক।

২৭৯ বলে ১৪৮ রানের (১৫ চার ১ ছক্কায়) দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন শান্ত। এতে ভাঙে চতুর্থ উইকেটে বাংলাদেশের ২৬৪ রানের অনবদ্য জুটি।

Advertisement

এরপরই পঞ্চম উইকেটে লিটন-মুশফিকের জুটি।

এমএইচ/এমএস