বিনোদন

তারেক আনন্দের কথায় শারমিন কেয়ার কণ্ঠে বৃষ্টির গান

তারেক আনন্দের কথায় শারমিন কেয়ার কণ্ঠে বৃষ্টির গান

চলতি বর্ষায় প্রকাশ হলো বৃষ্টি নিয়ে আরেকটি গান। ‘আজ আর বৃষ্টি যদি না থামে/ অঝোর ধারায় অবিরত ঝরে/ বৃষ্টিফোটা গায়ে মেখে/ তোমায় জড়িয়ে নেবো/ উতলা মন শান্ত করবো...’ এমন কথায় গানটি লিখেছেন তারেক আনন্দ।

Advertisement

‘বৃষ্টি যদি না থামে' শিরোনামের গানটি প্রকাশ হয়েছে কণ্ঠশিল্পী শারমিন কেয়ার কণ্ঠে। এর সুর সংগীত করেছেন সজীব দাস।

গানটি নিয়ে শারমিন কেয়া বলেন, ‘বৃষ্টিকে উপজীব্য করে ভীষণ মিষ্টি একটা গান। যারা বর্ষা ভালোবাসেন, বৃষ্টি উপভোগ করেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে গানটি।’

গীতিকার তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির প্রতি আমি ভীষণ দুর্বল। বৃষ্টি নিয়ে আমার বেশকটি গান প্রকাশ হয়েছে। এই গানের কথার প্রতি আমার অন্যরকম ভালোবাসা প্রকাশ হয়েছে। শ্রোতারা গানটিকে মনে রাখবেন বলেই আমার বিশ্বাস।’

Advertisement

গানটি সকল ডিজিটাল প্ল্যাটফর্মসহ প্রকাশ হয়েছে শারমিন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

এলআইএ/এমএস