চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ভারত থেকে তাদের ঠেলে দেওয়া হয়। পরে মাসুদপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।
Advertisement
৫৩ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান,আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন মহিলা ও ১০জন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের নাম ও ঠিকানা যাচাইয়ের কাজ শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান ৫৩ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ।
এর আগে গত ৩ জুন ভোলাহাট উপজেলার চাঁনশিকারি সীমান্ত দিয়ে ৮ জনকে ও ২৭ মে গোমস্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ।
Advertisement
সোহান মাহমুদ/এমএন/জেআইএম