দেশজুড়ে

অবৈধ প্রবেশ, পতাকা বৈঠকে কিশোরকে ফেরত দিলো বিএসএফ

অবৈধ প্রবেশ, পতাকা বৈঠকে কিশোরকে ফেরত দিলো বিএসএফ

অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতে আটকের পর দিনাজপুরের হিলি সীমান্তে এক বাংলাদেশি কিশোরকে (১৬) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Advertisement

মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টায় সীমান্তের ২৮৪ নম্বর পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরকে ফেরত নেয় বিজিবি।

ফেরত আসা কিশোরের বাড়ি হবিগঞ্জ সদরের কালিগাছতলা এলাকায়।

হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জুন) সিলেটের জাফলং সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই কিশোর। এরপর মঙ্গলবার (১৭ জুন) ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট হয়ে হিলি সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় সীমান্তের পিলার ২৮৫/৫ এস হতে আনুমানিক ১০ গজ ভারত অভ্যন্তরে দক্ষিণপাড়া হিলি নামক স্থান থেকে তাকে আটক করে বিএসএফ।

পরে রাত ১০টার দিকে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক কিশোরকে বিজিবির হাতে হস্তান্তর করে।

হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বলেন, আটক কিশোরের বিরুদ্ধে অবৈধ সীমান্ত অতিক্রমের দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে।

এর আগে শুক্রবার (১৩ জুন) হিলির পার্শ্ববর্তী বিরামপুর উপজেলায় অচিন্তপুর সীমান্তে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ।

Advertisement

মো. মাহাবুর রহমান/এমএন/এমএস