বৃষ্টির দিনে অনেক সময় দেখা যায় এসির ভেতরে পানি জমে বা বাইরের ইউনিট থেকে পানি পড়ে যায়। আবার অনেক সময় এসির ইনডোর ইউনিট ঘামে, অর্থাৎ তার গায়ে জলীয় বাষ্প জমে পানি হয়ে পড়ে। এই সমস্যাগুলো একদিকে যেমন অস্বস্তিকর, তেমনি দীর্ঘমেয়াদে এসির ক্ষতি করতে পারে।
Advertisement
বৃষ্টির সময় এসি ঘামা বা পানি পড়া সাধারণ সমস্যা হলেও নিয়মিত যত্ন নিলে এগুলোর সমাধান সহজেই করা যায়। ড্রেন লাইনের ময়লা জমা, ফিল্টার অপরিষ্কার থাকা বা ভুল ইনস্টলেশন- এই তিনটি হলো মূল কারণ। বাড়িতেই কিছু সাবধানতা অবলম্বন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে আপনি এই সমস্যাগুলো সহজেই এড়িয়ে যেতে পারবেন।
আসুন আরও কী কী কারণে এসি থেকে পানি পড়ার বা ঘামার সমস্যা হতে পারে জেনে নেওয়া যাক-১. উচ্চ আর্দ্রতাবৃষ্টির সময় বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। এসির কুলিং কয়েল ঠান্ডা হওয়ায় বাতাসের জলীয়বাষ্প কনডেন্স হয়ে পানিতে পরিণত হয় এবং সেটা এসির গায়ে বা নিচে জমতে থাকে।
২. ড্রেন লাইন ব্লক হয়ে যাওয়াএসির ভেতর কনডেনসড পানি সাধারণত ড্রেন পাইপ দিয়ে বের হয়ে যায়। কিন্তু যদি সেই পাইপ ময়লা বা কচুরিপানার মতো কিছু দিয়ে বন্ধ হয়ে যায়, তখন পানি ভেতরে জমে এবং ইনডোর ইউনিট থেকে পানি পড়ে।
Advertisement
৩. এয়ার ফিল্টার ময়লা হয়ে যাওয়াময়লা ফিল্টার বাতাসের সঠিক প্রবাহে বাধা দেয়, ফলে কুলিং কয়েল খুব ঠান্ডা হয়ে যায় এবং অতিরিক্ত পানি তৈরি হয়। এর ফলে পানি জমে পড়ে যেতে পারে।
৪. রেফ্রিজারেন্ট (গ্যাস) লিকগ্যাস কমে গেলে কুলিং কয়েল অতিরিক্ত ঠান্ডা হয় এবং বরফ জমে। পরে এসি বন্ধ করলে সেই বরফ গলে পানি পড়ে।
৫. ইনস্টলেশনের ভুলইনডোর ইউনিট যদি সঠিকভাবে ইনস্টল না হয় (যেমন, সামনের দিকে একটু নিচু হয়ে থাকে), তাহলে পানি ঠিকভাবে ড্রেন হয়ে না গিয়ে ঘরের ভেতরে পড়ে।
ঘরেই যেভাবে এর সমাধান করতে পারেন১. ড্রেন পাইপ পরিষ্কার করুনএসির ড্রেন লাইন চেক করুন। সেখানে যদি পানি আটকে থাকে, তাহলে একটি সাকশন পাম্প বা একটি বড় সিরিঞ্জ ব্যবহার করে ব্লক খুলে দিন।
Advertisement
চাইলে এক মগ গরম পানি ও ভিনেগার মিশিয়ে ড্রেন লাইনে ঢালতে পারেন, এতে জমে থাকা ময়লা নরম হয়ে বেরিয়ে যাবে।
২. এয়ার ফিল্টার পরিষ্কার করুনএসির ফ্রন্ট প্যানেল খুলে ফিল্টারটি বের করুন।
পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে আবার লাগিয়ে দিন। প্রতি ১৫-২০ দিনে একবার পরিষ্কার করলে ভালো ফল পাবেন।
৩. ইনডোর ইউনিটের কন্ডেনসেট ট্রে চেক করুনইনডোর ইউনিটের নিচে একটি পানির ট্রে থাকে, সেটি পরিষ্কার করুন। ময়লা জমলে পানি ড্রেন হয় না।
ট্রের নিচে কোনো ফাটল আছে কি না দেখুন।৪. গ্যাস লিক আছে কি না বুঝে নিনযদি এসি আগে ভালো ঠান্ডা করত কিন্তু এখন কম করে, তাহলে গ্যাস কমে গেছে বুঝবেন। এটা ঘরে বসে মেরামত না করে একজন টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে।
৫. ইনস্টলেশন কোণ চেক করুনইউনিটের কোণ ঠিক আছে কিনা (অর্থাৎ সামনের চেয়ে পেছন দিক একটু নিচু) তা দেখে নিন। যদি সামনে বেশি নিচু হয়, তাহলে পানি বাইরের দিকে না গিয়ে ঘরের দিকে পড়ে।
৬. নিয়মিত সার্ভিসিং করানবারবার পানি পড়লে এসি খোলা অবস্থায় ছবি তুলে টেকনিশিয়ানকে পাঠিয়ে প্রাথমিক মতামত নেওয়া যেতে পারে। প্রতি বছর প্রি-মনসুন সার্ভিসিং করিয়ে নিলে এই ধরনের সমস্যা অনেক কম হয়।
আরও পড়ুনএসময় ডিস্কাউন্টে এসি কিনলে যেসব বিষয় মাথায় রাখবেনপ্রথমবার এসি কেনার সময় মাথায় রাখুন ৭ বিষয়সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জেআইএম