আন্তর্জাতিক

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা

ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানে সেন্ট্রিফিউজ ও অস্ত্র উৎপাদন কেন্দ্রসমূহে হামলা চালিয়েছে।

Advertisement

শনিবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, ৫০টিরও বেশি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়।

বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় এবং এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে বাধাগ্রস্ত করা।

তবে ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনেও তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Advertisement

ইসরায়েল আরও জানায়, তারা সারফেস-টু-সারফেস মিসাইলের কাঁচামাল ও উপাদান তৈরি করে এমন কারখানাগুলোতেও হামলা চালিয়েছে, যেগুলো থেকে ইসরায়েলের ওপর হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছিল।

এই হামলা এমন এক সময়ে ঘটলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম/জেআইএম

Advertisement