জি-৭ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সই করা পর্তুগাল জাতীয় দলের একটি জার্সি উপহার দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে কানাডায় এ সম্মেলন অনুুষ্ঠিত হয়।
Advertisement
পর্তুগিজ নাগরিক কস্তা ২০২৪ সাল থেকে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। গেল সোমবার কানাডার আলবার্টার কানানাস্কিস শহরে যান তিনি। সেখানে এক ব্যক্তিগত বৈঠকে ট্রাম্পের হাতে রোনালদোর ৭ নম্বর জার্সিটি তুলে দেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী।
জার্সিতে লেখা বার্তাটি উচ্চস্বরে পড়ে শোনান কস্তা। যেখানে লেখা ছিল, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের জন্য, শান্তির জন্য খেলা।’
At the #G7Summit in Alberta, European Council President António Costa gifted Donald Trump a signed Cristiano Ronaldo jersey:“To President Donald J. Trump, Playing for Peace.” A striking gesture of sports diplomacy.#G7 #CristianoRonaldo #Trump #EU #Portugal #AntónioCosta pic.twitter.com/jDJlOHoYSp
Advertisement
৭৯ বছর বয়সী ট্রাম্প দুই হাতে জার্সিটি ধরে বলেন, ‘আমার ভালো লাগছে, শান্তির জন্য খেলা।’
সম্প্রতি পর্তুগালকে নেতৃত্ব দিয়ে ইউরোপীয় নেশনস লিগের শিরোপা জিতিয়েছেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ৪০ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৩৮ গোল করে ইতিহাস গড়েছেন।
সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের ফরোয়ার্ড রোনালদো আগামী বছর বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলবেন বলে ধারণা করা হচ্ছে। এই বিশ্বকাপের আয়োজক কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র।
এমএইচ/জেআইএম
Advertisement