ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বুধবার রাত ১টায় সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগের দিন মঙ্গলবার অনুশীলনে আসেননি রিয়াল তারকা কিলিয়ান এমবাপে। তখনই ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন, কী হয়েছে রিয়াল তারকার?
Advertisement
আসলে জ্বরে আক্রান্ত হয়েছেন এমবাপে। ক্লাবের একজন মুখপাত্র ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনকে এ তথ্য জানিয়েছেন।
রিয়ালের নতুন কোচ জাবি আলোনসো জানান, মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডের খেলা হবে কি না—তা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে।
আলোনসো বলেন, ‘সকালে কিলিয়ান একটু ভালো অনুভব করছিল। কিন্তু তা যথেষ্ট ছিল না। এখানে প্রচণ্ড গরম। দেখা যাক, আগামীকাল (আজ বুধবার) সকালে কেমন লাগে তার। তারপর সিদ্ধান্ত নেবো।’
Advertisement
সর্বশেষ মৌসুমে রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ গোল করেছিলেন তিনি। যদিও তার দল লা লিগায় দ্বিতীয় এবং চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে।
ক্লাব বিশ্বকাপের রিয়ালের প্রথম ম্যাচে এমবাপের পাশাপাশি আরও কয়েকজন খেলোয়াড়কে নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এদের মধ্যে রয়েছেন আন্তোনিও রুডিগার, এদুয়ার্দো কামাভিঙ্গা, দানি কারভাহাল ও এদার মিলিতাও।
আলোনসো বলেন, ‘বাকি সবাই নিজেদের পুনর্বাসনের বিভিন্ন ধাপে আছে। রুডিগার মৌসুমে দারুণ পরিশ্রম করেছে, পুনরুদ্ধারেও সে ভালো করেছে। সে হয়তো দ্রুতই ফিরবে। তবে আমরা এখনও ঠিক করিনি তাকে স্কোয়াডে নেব কি না। কামাভিঙ্গার অগ্রগতি আমাদের প্রত্যাশার চেয়েও দ্রুত। কারভাহাল আর মিলিতাওকে আরও সময় দিতে হবে।’
এই টুর্নামেন্ট নতুন কোচ হিসেবে আলোনসোর জন্য ট্রফি দিয়ে পথচলা শুরু করার সুযোগ।
Advertisement
সর্বশেষ মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর (লা লিগায় দ্বিতীয় এবং চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারে বিদায়) ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে রিয়াল। নতুন কোচ আলোনসোর অধীনে নিজেদের আরও শক্তিশালী করতে ইতোমধ্যেই স্কোয়াডে নতুন করে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও ডিন হুইসেনকে যুক্ত করেছে রিয়াল।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে তরুণ সেন্টার-ব্যাক ডিন হুইসেন বলেন, ‘আলোনসো খুবই ভালো কোচ, তার স্পষ্ট কৌশল আছে। সবাই জানে তিনি কে ছিলেন এবং এখন কে। খেলোয়াড় ও কোচ হিসেবে দুটোতেই সাফল্য এনেছেন। আমরা সবাই রোমাঞ্চিত।’
এমএইচ/জেআইএম