খেলাধুলা

ব্রাজিলিয়ান ক্লাবের বিপক্ষে কোনোমতে ড্র ডর্টমুন্ডের

ব্রাজিলিয়ান ক্লাবের বিপক্ষে কোনোমতে ড্র ডর্টমুন্ডের

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ এফ-এ নিজেদের প্রথম ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে গোলশূন্যভাবে রুখে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

Advertisement

মঙ্গলবার মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচে দাপট দেখানো ফ্লুমিনেন্সে একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। যার ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ানদের।

প্রথমার্ধের খেলায় ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল ফ্লুমিনেন্সের। কিন্তু ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল অসাধারণ কিছু সেভ করে ব্রাজিলিয়ানদের হতাশ করেন। গ্যালারিতে ফ্লুমিনেন্সে সমর্থকদের আধিক্য থাকলেও তাদের আনন্দের উপলক্ষ মেলেনি।

প্রথমার্ধে ডর্টমুন্ড কোনো শটই রাখতে পারেনি লক্ষ্য বরাবর। দ্বিতীয়ার্ধে কোবেল একটি দুর্দান্ত ডাবল-সেভ করেন। শেষদিকে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও কেউই জালের দেখা পায়নি।

Advertisement

ডর্টমুন্ডের হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন নতুন তরুণ খেলোয়াড় জোব বেলিংহ্যাম। তিনি স্প্যানিশ লা লিগার জায়ান্ট রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যামের ছোট ভাই। ৬০ মিনিটে বদলি হিসেবে পিচে নামেন ইংলিশ তারকা জোব।

ম্যাচ শুরুর আগে থেকেই পতাকা হাতে গ্যালারিতে উপস্থিত ফ্লুমিনেন্সে সমর্থকরা উদ্দীপনায় ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রচণ্ড গরম নিয়ে টুর্নামেন্টজুড়ে উদ্বেগ থাকলেও এদিন ছিল মেঘলা আকাশ আর সহনীয় তাপমাত্রা। প্রায় ৮২ হাজার ধারণক্ষমতার এনএফএল স্টেডিয়ামে উপস্থিত ছিল ৩৪,৭৩৬ জন দর্শক।

ডর্টমুন্ড ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বুন্দেসলিগায় শীর্ষ চার দলের মধ্যে থেকে। আর ফ্লুমিনেন্সে এসেছে ২০২৩ সালের লাতিন আমেরিকা মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেস জয় করে।

খেলার ধরনে ফ্লুমিনেন্সে ছিল বেশি আক্রমণাত্মক। তারা মোট ১৪টি শট নেয়, যেখানে ডর্টমুন্ড নেয় ৭টি। তবে বলের দখলে ছিল ডর্টমুন্ড এগিয়ে। ৫৪.৫ শতাংশ সময় তাদের নিয়ন্ত্রণে ছিল বল।

Advertisement

এমএইচ/এমএস