ক্যাম্পাস

জবি ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

জবি ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

Advertisement

মঙ্গলবার (১৭ জুন) রাতে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তাওহিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ন্যায়সংগত আন্দোলন ও সংগঠনের যৌক্তিক লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আমার সমর্থন ও ভালোবাসা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে ব্যক্তিগত কারণে আমি এই পদে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ বলে মনে করছি। তাই আজ থেকে এই পদে থাকা আর সম্ভব মনে করছি না।’

তিনি আরও বলেন, ‘সংগঠনের নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও সংগঠনের কল্যাণে প্রয়োজনে পাশে থাকার চেষ্টা থাকবে।’

Advertisement

পদত্যাগের বিষয়ে জাগো নিউজকে তাওহিদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের যারা আমার সহযোদ্ধা ছিলেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় থাকবে। তবে সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের চিন্তাভাবনা ও কার্যক্রমের সঙ্গে আমার কিছু মতভেদ তৈরি হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত কারণেও সিদ্ধান্তটি নিতে হয়েছে।’

তাওহিদুল ইসলাম কয়েক বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন। বিভিন্ন সময় সংগঠনের এবং বিশ্ববিদ্যালয়ের সকল আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দেন।

তৌফিক হোসেন/এমআরএম

Advertisement