দেশজুড়ে

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ২

পাকুন্দিয়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে যুবদল নেতাসহ দুজন আহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার কাতার বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

সংঘর্ষে গুরুতর আহত হন পাকুন্দিয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ ও বিএনপি কর্মী নজরুল ইসলাম। প্রথমে তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনআমরা জানি খামেনি কোথায়, তবে এখনই তাকে হত্যা নয়: ট্রাম্প বেপরোয়া অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য আহত, চালকের কারাদণ্ড 

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন অভিযোগ করে বলেন, ‘রাতে কাতার বাজার এলাকায় আওয়ামী লীগের লোকজন আমাদের দুই নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেন। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

Advertisement

তবে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এটি দলীয় সংঘর্ষ কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি, কাউকে আটকও করা হয়নি।’এসকে রাসেল/কেএসআর