খেলাধুলা

‘শান্ত অনেকদিন ধরেই ভালো খেলছে’ ডাবল সেঞ্চুরি দেখতে চান মুশফিক

‘শান্ত অনেকদিন ধরেই ভালো খেলছে’ ডাবল সেঞ্চুরি দেখতে চান মুশফিক

মুশফিকুর রহিমন আর নাজমুল হোসেন শান্ত। দুজনই পেয়েছেন সেঞ্চুরি। দুজনই আছেন অপরাজিত। ফলে গল টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিন শেষ করেছে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে।

Advertisement

বাংলাদেশের এই দারুণ দিনে প্রথমে সেঞ্চুরি ছুঁয়েছেন শান্ত। অপরপ্রান্তে মুশফিকুর রহিমের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে অনেকে ভিমড়ি খেতে পারেন, সেঞ্চুরিটা করলেন কে! মুশফিক নিজেও অবশ্য পরে সেঞ্চুরি তুলে নিয়েছেন। দিনশেষে শান্ত ১৩৬ আর মুশফিক অপরাজিত ১০৫ রানে।

দ্বিতীয় দিনে আরও ভালো কিছু করে দেখাতে চান মুশফিক। সতীর্থ শান্তর ওপর তো তার বড় আশা। দিনশেষে মুশফিক সংবাদ সম্মেলনে বলেন,

‘চেষ্টা থাকবে নিজেরটা যত বড় করতে পারি। আর শান্তর যেহেতু এখনো একটাও ডাবল সেঞ্চুরি নেই, তো অবশ্যই ২০০ কেন নয়? ২০০-২৫০ যতটুকু করতে পারে, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।’

Advertisement

নাজমুলের সেঞ্চুরির পর নিজের এমন উদযাপনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুশফিক বলেছেন, ‘এটা স্বাভাবিক, কেউ একটা বড় অর্জন করলে এটা সেলিব্রেট করতেই হবে। আর অবশ্যই আমার ওপরে আরও দায়িত্ব বেশি সিনিয়র খেলোয়াড় হিসেবে।’

ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। তবে এবারের সেঞ্চুরিটাকে একটু অন্যভাবে দেখছেন মুশফিক। তিনি বলেন, ‘শান্ত তো অনেক দিন ধরেই ভালো খেলছে। টেস্টে ওর রেকর্ড ভালো। অধিনায়ক হিসেবে ওর রেকর্ড ভালো এবং ব্যাটার হিসেবেও ভালো। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওর ইনিংসের নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ করে খেলা খুব গুরুত্বপূর্ণ, কোনো সুযোগ না দিয়ে। আমার মনে হয়, পরে যারা খেলবে টেস্ট বা পরে যারা ব্যাটার আছে, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।’

নিজের ইনিংস নিয়ে মুশফিক বলেন, ‘ক্যারিয়ার প্রায় শেষদিকে। সব ইনিংসই আমার কাছে স্পেশাল। আমি চেষ্টা করি নিজেকে শতভাগ প্রস্তুত করার। সামনে যে সুযোগ আসে লুফে নিতে চাই। কখনও হয় কখনও হয় না।’

এমএমআর/জিকেএস

Advertisement