সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রচারের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে জড়িয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি।
Advertisement
যেখানে বলা হয়েছে, বিজিবির একটি টহলদল ভোলাগঞ্জ সীমান্তে পাথর শ্রমিকদের কাছ থেকে অর্থ আদায় করছে—এমন অভিযোগ করা হয়। ভিডিওটি ভাইরাল হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
প্রকৃত ঘটনা ও বিজিবির ব্যাখ্যা:গত ১৪ জুন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ধলাই নদীর ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলনকারী একাধিক নৌকা ধ্বংস করা হয়। একই দিন সন্ধ্যায় বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি টহলদল সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধভাবে পাথর উত্তোলনরত দুটি বারকি নৌকা জব্দ করে।
স্থানীয় অবৈধ পাথর উত্তোলনকারী শ্রমিক, পাথর ক্রয়কারী অসাধু ব্যবসায়ী এবং সাংবাদিক ও রাজনৈতিক নেতা পরিচয়ধারী চাঁদাবাজদের সমন্বয় গঠিত একটি স্বার্থন্বেষী মহল নৌকাগুলো ছেড়ে দিতে বারবার অনুরোধ জানালেও বিজিবি আইনানুগভাবে তা প্রত্যাখ্যান করে এবং নৌকাগুলো যথাযথ প্রক্রিয়ায় কাস্টমসে হস্তান্তর করে। এতে অসাধু ব্যবসায়ী ও চাঁদাবাজদের স্বার্থে আঘাত লাগায় তারা বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উঠেপড়ে লেগে যায়।
Advertisement
এরই ধারাবাহিকতায় পরদিন (১৫ জুন) রাত ১১টার দিকে কিছু সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি কতিপয় বারকি শ্রমিককে বিশেষ বাক্য শিখিয়ে দিয়ে বিজিবির বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ তুলে একটি সাজানো ভিডিও ধারণ করে। কথিত সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তির সমন্বয়ে গঠিত এই সংঘবদ্ধ চক্রটি নিজেদের অপরাধ আড়াল করতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
এই স্বার্থান্বেষী মহল বিজিবির নিয়মিত অভিযান ও আইনানুগ পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাম্প্রতিক সময়ে সরকারের দুজন উপদেষ্টার পূর্বনির্ধারিত পরিদর্শনকে ঘিরে বিশৃঙ্খলার পরিকল্পনা করে। নিরাপত্তাজনিত কারণে পরিদর্শনটি বাতিল হয়ে যাওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট ভিডিও প্রকাশ করে জনমনে উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালায়।
বিজিবি দৃঢ়ভাবে জানাতে চায় যে, ভিডিওতে যেসব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সীমান্ত এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও চাঁদাবাজি প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে, যা একটি মহলের স্বার্থে আঘাত হানায় তারা বিজিবির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিজিবি এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র নিন্দা জানায় এবং ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
টিটি/এমকেআর/জিকেএস
Advertisement