গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
Advertisement
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলার জামিরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রত্না আক্তার (২৪), তার ছেলে শায়ান (৪) ও অপর যাত্রী তৌহিদুল (২৫)। রত্না আক্তার ওই উপজেলার কমলবুক গ্রামের তানভীর আহমদের স্ত্রী। তৌহিদুল কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে কিশোরগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিল। সেটি জামিরারচর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের (চট্রমেট্রো ব-১১-১০৯৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
Advertisement
এসময় ছয়জন আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আবুল কালাম (৫৫), তার স্ত্রী তাছলিমা বেগম (৪৫) ও মেয়ে সুবর্ণা আক্তারকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস
Advertisement