দেশের ৯ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকায় নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Advertisement
রোববার (১ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
ঝড়ের সময় যে দোয়া পড়তেন নবিজি (সা.) ঝড়ের সময় যে কাজগুলো আগে করবেন ঝড়-বজ্রপাত ও দুর্যোগে কী করবেন?এতে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Advertisement
আবহাওয়া অফিস বলছে, এখন যে বৃষ্টি হচ্ছে এটি মূলত মৌসুমি বায়ু বিস্তার লাভের কারণে। এরই মধ্যে সারাদেশে এটি বিস্তার লাভ করেছে। আগামীকাল সোমবার থেকে দেশের অনেক জায়গায় বৃষ্টি কম হতে পারে।
আরএএস/এমআরএম/এমএস