তথ্যপ্রযুক্তি

মাত্র ২ জন বসতে পারে সবচেয়ে ছোট এই গাড়িতে

মাত্র ২ জন বসতে পারে সবচেয়ে ছোট এই গাড়িতে

বিশ্বের সবচেয়ে ছোট গাড়ি মাইক্রোলিনো। মাত্র দুইজনের বসার জায়গা রয়েছে এই গাড়িতে। সবচেয়ে ছোট ইভি এটিই। ৮ বছর আগে বাজারে এসেছিল এই গাড়িটি। ইউরোপের রাস্তায় এই গাড়িটি বেশ জনপ্রিয়।

Advertisement

এর ডিজাইন শুধু যে আকর্ষণীয় তাই নয়, বরং ইনস্টাগ্রামের বহু রিলে এই গাড়িটিকে দেখা যাচ্ছে বারবার। গাড়ির মডেলের নাম মাইক্রোলিনো। সম্প্রতি এই গাড়ির একটি নতুন ভ্যারিয়ান্ট বাজারে এসেছে।

মাইক্রোলিনো স্পিয়াগিনা নামের এই নতুন ভ্যারিয়ান্টটি রেট্রো লুক এবং আধুনিক প্রযুক্তির এক অত্যাশ্চর্য সমাহার। এই গাড়ির বিশেষ ফিচার্স হলো এটি শুধু কোনো ঐতিহ্যবাহী গাড়ি নয়, বরং এল৭ই ক্যাটাগরির একটি কোয়াড্রিসাইকেল গোত্রের গাড়ি এটি।

ঘণ্টায় এই মাইক্রোলিনো ইভিতে গতি ওঠে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এই মাইক্রোলিনো গাড়িতে ১২.৫ কিলোওয়াটেরর বৈদ্যুতিন মোটর ব্যবহৃত হয় যা একে সর্বোচ্চ ৯০ কিমি প্রতি ঘণ্টার গতি এনে দেয়। এর সঙ্গে এতে রয়েছে আরেকটি ১০.৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি যা এই গাড়িকে ১৭৭ কিমি পর্যন্ত রেঞ্জ এনে দেয়।

Advertisement

অর্থাৎ একবার চার্জ দিলে এই গাড়িতে যাওয়া যাবে ১৭৭ কিমি। চার্জিংয়ের জন্য এই গাড়িতে ২.২ কিলোওয়াটের চার্জার লাগবে। যে কোনও বাড়ি থেকে সহজেই তা চার্জ দেওয়া যাবে। এতে যদি একটি উচ্চ-ক্ষমতার চার্জার ব্যবহার করা হয় তাহলে এই গাড়িটি সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগবে ২-৪ ঘণ্টা।

তবে এতে নিরাপত্তা বা সেফটি ফিচার্সের সঙ্গে কোনো আপস করা হয়নি। এর প্রোডাকশন চেসিস অটোমোটিভ ডিজাইনের উপর তৈরি করা হয়েছে। এর কাঠামো যেন বিমানের ককপিটের মত অনুভূতি এনে দেয়।

নতুন স্পিয়াগিনা ভার্সনটি একটি ওপেন-টপ ডিজাইনের সঙ্গে বাজারে আসে। পাশের এবং পেছনের জানালাগুলো এতে সরানো হয়েছে, প্রয়োজনে একটি ফেব্রিক ক্যানোপিও ইনস্টল করা যেতে পারে। মাইক্রোলিনো গাড়ির দাম এখন বাজারে রয়েছে ১৭ হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন

Advertisement

গাড়িতে মরিচা ধরা রোধ করবেন যেভাবে নতুন বৈদ্যুতিক গাড়ি আনছে হুন্দাই

সূত্র: এবিপি নিউজ

কেএসকে/এমএস