চট্টগ্রামের পটিয়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ওসমান গনি (২০) নামের এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের পটিয়া স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাইকাটি গ্রামের ফজর আলীর ছেলে। তিনি আশাশুনি দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসা থেকে এবারের আলিম পরীক্ষার্থী।
Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার বেড়ানো শেষে ট্রেনে করে ফেরা পথে চলন্ত ট্রেন থেকে দরজার সঙ্গে ধাক্কা লেগে পটিয়া রেল স্টেশনের অদূরে একটি ঝুঁপড়িতে পড়ে যান ওসমান। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইমরোজ জাহান আনিকা জানান, মাথায় আঘাত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চেকআপের পর মৃত ঘোষণা করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর জানান, ট্রেন থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। রেললাইন রেলওয়ে থানার জুড়িডিকশনের মধ্যে। তাই আমরা ঘটনার বিষয়ে রেলওয়ে থানা পুলিশকে অবহিত করেছি।
Advertisement
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম