তিন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। হামলায় বিচারের দাবিসহ এ ঘটনা কেন্দ্র করে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অপেক্ষা করছেন।
Advertisement
সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বসার ছাউনিতে তারা সংঘর্ষের ঘটনা নিয়ে পুলিশের সঙ্গেও বৈঠক করছেন। সাড়ে ৪টার দিকে সেখানে উপস্থিত হন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমেদ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম জাগো নিউজকে বলেন, আমরা এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর রয়েছি। কিছুক্ষণের মধ্যে উপদেষ্টার বাসভবন থেকে আশা করি একটা বার্তা পাবো। এরপর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন ৩ দাবিতে সংহতি জানিয়ে শিক্ষার্থীদের পাশে জবি উপাচার্য-কোষাধ্যক্ষ সড়ক ছাড়েননি জবি শিক্ষার্থীরা, সতর্ক অবস্থানে পুলিশএ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসির আহমেদ জাগো নিউজকে বলেন, উপদেষ্টার বাসভবনে আমাদের উপাচার্য রয়েছেন। সেখানে উপদেষ্টা মাহফুজ রয়েছেন। তার সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত।
Advertisement
এর আগে ‘মার্চ টু যমুনার’ কর্মসূচি ঘিরে ছাত্রদের এই আন্দোলনে দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে প্রেস ক্লাব, মৎস্য ভবন, রমনা পার্কের আশপাশের এলাকা। তবে হঠাৎ পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হলে পাল্টে যায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র চারদিকের দৃশ্য। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এই এলাকায়। বিকেল ৪টার দিকেও একই অবস্থা দেখা গেছে।
আরএএস/এমআইএইচএস/জিকেএস