আজ দুপুর গড়িয়ে বিকেল নামার পরই হঠাৎ খবর মোস্তাফিজ আইপিএলে ডাক পেয়েছেন। বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়েছে। আইপিএলের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে, মোস্তাফিজকে দিল্লির দলভুক্ত করার খবর।
Advertisement
অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার মাগার্কের বিকল্প হিসেবে মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। বলার অপেক্ষা রাখে না, আইপিএলে সুযোগ পাওয়ার খবর যখন চারদিকে চাউর হয়েছে, মোস্তাফিজ তখন জাতীয় দলের দ্বিতীয় বহরের সঙ্গে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে আরব আমিরাতের বিমানে উঠে বসেছেন। এ রিপোর্ট লেখার সময় তিনি বিমানে দুবাইর পথে।
খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, ‘দ্য ফিজ’ বা কাটার মাস্টার কি আইপিএল খেলার অনুমতি পাবেন? তিনি তো আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন। আবার যদি সিরিজ বাতিল না হয়, তাহলে পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেওয়ার কথা তার।
সুতরাং, আইপিএল খেলার জন্য বিসিবি কি তাকে অনুমতি দেবে? মোস্তাফিজকে এনওসি (ছাড়পত্র) পাবেন?
Advertisement
এ বিষয়ে বিসিবিতে যোগাযোগ করা হলে, তাৎক্ষণিকভাবে এ নিয়ে কেউ কোন আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোন ক্রিকেট ওয়েবসাইটের নিউজ দেখেই বোর্ড কোন সিদ্ধান্ত নেবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড, মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস এবং মোস্তাফিজ নিজে যখন বিসিবিকে বিষয়টা জানাবেন এবং এনওসি চাইবেন তখন বিসিবি ব্যাপারটা বিবেচনায় আনবে।
বুধবার সন্ধ্যায় এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত বোর্ডে আইপিএলে খেলতে চেয়ে মোস্তাফিজকে ছাড়পত্র দেয়ার বিষয়ে কোন আবেদন জমা পড়েনি। বিসিসিআইও তার ক্লিয়ারেন্স চায়নি। মোস্তাফিজও এনওসি চেয়ে চিঠি দেননি। এ নিয়ে মোস্তাফিজ বিসিবিকে জানালে তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেবে বিসিবি। তবে ভেতরের খবর মোস্তাফিজকে এনওসি দেয়া হতেও পারে।
আইএইচএস/
Advertisement