ক্যাম্পাস

আন্তর্জাতিক সম্মাননা পেলেন রাবির সাত শিক্ষার্থী

আন্তর্জাতিক সম্মাননা পেলেন রাবির সাত শিক্ষার্থী

আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাত শিক্ষার্থী। তারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রাম’ থেকে এ সম্মাননা অর্জন করেন।

Advertisement

সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান রানা, ফারজানা হৃদি, সাকিনাতুন সুলতানা, সাদিক হাসান ও ইসতিয়াক আহমদ অর্চি এবং তৃতীয় বর্ষের আয়েশা সিদ্দিকা ও সোহরাব হোসেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত প্রতিষ্ঠান অ্যাসপায়ার ইনস্টিটিউটের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রোগ্রাম বিশ্বজুড়ে তরুণদের জন্য একটি শক্তিশালী ও গতিশীল নেতৃত্ব সম্পন্ন নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করছে।

এ অর্জনের ব্যাপারে বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান রানা বলেন, ‘অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রাম তরুণদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এটি আমাদের টিমওয়ার্ক ও নেটওয়ার্কিং সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দিয়েছে। এটি আমাকে সামাজিক সচেতনতা, আইডিয়া জেনারেশন ও পারসোনাল ডেভেলপমেন্টে অনুপ্রাণিত করেছে।’

Advertisement

অনুভূতি প্রকাশ করে একই বর্ষের শিক্ষার্থী ফারজানা হৃদি জানান, ‘অনলাইনভিত্তিক এ প্রোগ্রামের মাধ্যমে আমি বৈশ্বিক চিন্তাভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি পেশাদার নেতৃত্ব বিষয়ক আলোচনায় অংশ নিতে পেরে আমি নেতৃত্ব ও সফটস্কিল বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছি।’

এ অর্জন প্রসঙ্গে আইআর বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের সাতজন শিক্ষার্থী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আট সপ্তাহব্যাপী মর্যাদাপূর্ণ অ্যাসপায়ার লিডার্স প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে। এ ধরনের প্রোগ্রাম একজন শিক্ষার্থীর ভেতরের সম্ভাবনা বিকশিত করতে এবং পেশাগত দক্ষতা গড়ে তুলতে সহায়ক।’

মনির হোসেন মাহিন/আরএইচ/জিকেএস

Advertisement