সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার আটগ্রাম-কাড়াবাল্লা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে আটজন পুরুষ, ছয়জন নারী ও দুজন শিশু রয়েছে।
Advertisement
স্থানীয় সূত্র জানায়, আটক সবাই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। সেখানে কেউ ইটভাটায়ও কাজ করতেন। সম্প্রতি সে দেশের পুলিশ তাদের আটক করে। আটকের পরে তাদের ঠিকানা বাংলাদেশে হওয়ায় সীমান্তে এনে বিএসএফের হাতে তুলে দেয়।
আটগ্রাম এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুছ সালাম বলেন, সকালে সীমান্তবর্তী নদী পার হয়ে প্রায় ৫ কিলোমিটার ভেতরে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটকরা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে বিভিন্ন কাজকর্ম করতেন বলে তারা জানিয়েছেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলম বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করা হয়। আটকরা এখনও বিজিবির হেফাজতে রয়েছেন। থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
Advertisement
এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সকালে আটগ্রাম-কাড়াবাল্লা সীমান্ত দিয়ে প্রবেশের দায়ে ১৬ জনকে আটক করেছে বিজিবি। তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আহমেদ জামিল/আরএইচ/জিকেএস