গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর তার কার্যালয়ে আবেদন করা হয়েছে।
Advertisement
বুধবার (১৪ মে) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান প্রধান উপদেষ্টা বরাবর এ আবেদন করেন। আবেদনের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী নিজেই।
একই আবেদন জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের মুখ্যসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বরাবরে আবেদন জানানো হয়েছে।
আবেদনে বলা হয়েছে, বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত প্র্যাকটিসিং আইনজীবী, সচেতন নাগরিক, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। নির্বাচিত সংসদ সদস্যরা বাংলাদেশে আইন প্রণয়ন করেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অতীব জরুরি, কিন্তু গণপ্রতিনিধি আইনে একজন সংসদ সদস্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিধান রাখা হয়নি। ফলে বিভিন্ন সময়ে আইন প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটিবিচ্যুতি পরিলক্ষিত হয়। ফলে আইনি শাসন প্রতিষ্ঠা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করা একান্ত আবশ্যক।
Advertisement
অতএব আপনার কাছে বিনীত নিবেদন এই যে, গণপ্রতিনিধিত্ব আইন সংশোধন করে সংসদ সদস্য প্রার্থী হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।
এফএইচ/এমএএইচ/জেআইএম