উচ্চ মাধ্যমিক শ্রেণি পাসের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অবরোধের পরে বৃষ্টি শুরু হলে বৃষ্টিতে ভিজেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
Advertisement
বুধবার (১৪ মে) দুপুর ২টা ১০ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার তাদের দাবির বিষয়ে জানিয়েছেন। দাবি না মানায় তারা বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন। দাবি না মানা পর্যন্ত শাহবাগ মোড়ে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
আরও পড়ুননার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধযমুনা অভিমুখী লংমার্চে টিয়ারগ্যাস-লাঠিপেটা, শিক্ষকসহ আহত অর্ধশতনার্সিং শিক্ষার্থীদের এই আন্দোলনে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। কিশোরগঞ্জ নার্সিং কলেজের শিক্ষার্থী সাজ্জাত বলেন, আমরা এর আগে বিভিন্ন সময়ে দাবি জানিয়েছি। আমাদের দাবি যৌক্তিক। দাবি না মানা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবো।
Advertisement
এর আগে দাবি আদায়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষার্থীরা। মহাসমাবেশ শেষে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।
এনএস/এমআরএম/জেআইএম