গুগল ছাড়া এক মুহূর্তও কাটানো সম্ভব না। যখন যা কিছু জানতে চান এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ত্রিনে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।
Advertisement
এখন থেকে আপনার নেওয়া স্ক্রিনশট থেকেও লোকেশন খুঁজে দিতে পারবেন গুগল ম্যাপ। নিয়মিত আপডেট হচ্ছে গুগল ম্যাপ। নতুন ফিচার আপনার স্ক্রিনশট স্ক্যান করেই সেটাকে সেভ করে রাখবে লোকেশন হিসেবে। কীভাবে কাজ করবে এই ফিচার?
মনে করুন, আপনি একটি ক্যাফে খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে। স্ক্রিনশট নিয়ে রাখলেন। ভাবলেন পরে গুগল ম্যাপে সার্চ করবেন। কিন্তু তার আর প্রয়োজন পড়বে না। বাকি কাজটা করবে গুগল ম্যাপ। জেমিনি এআই ব্যবহার করে সেই অ্যাপ ওই স্ক্রিনশট থেকে জায়গাটি সংক্রান্ত তথ্য খুঁজে বের করবে। এবং আপনাকে অপশন দেবে স্পটগুলো সেভ করার।
>> এজন্য প্রথমেই নিশ্চিত হোন আপনার আইফোনে থাকা গুগল ম্যাপটি আপডেটেড কি না। >> এরপর ‘ইউ’ ট্যাবে গেলেই দেখবেন ‘স্ক্রিনশট’ নামের একটি নতুন প্রাইভেট লিস্ট। >> সেখানে স্পর্শ করলে একটি ডেমোর সাহায্যে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কী করে কাজ করবে ফিচারটি। দেখতে পাবেন, কেমন করে পপ আপ করছে রিভিউ স্ক্রিন। কেবল আপনার সম্মতির অপেক্ষা। তাহলেই সেভ হয়ে যাবে জায়গাটি।
Advertisement
সূত্র: বিজনেস ইনসাইডার
কেএসকে/জেআইএম