দেশজুড়ে

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-বোমা উদ্ধার

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-বোমা উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে দুইটি অবৈধ অস্ত্র, রাইফেল অ্যামোনিশন ও বেশ কিছু হাতবোমা উদ্ধার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার বলাখাল এলাকা থেকে এসব অস্ত্র-বোমা উদ্ধার করা হয়। যৌথ অভিযান পরিচালনা করেন হাজিগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার মেজর শাফিউর রহমান।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভুক্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ।

আরও পড়ুনরান্না করছিলেন বৃদ্ধা, গলা কেটে হত্যা করে সোনা লুট শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে খুবি শিক্ষার্থী আটক 

অভিযানে হাজীগঞ্জ উপজেলার বলাখাল নামক স্থানে নির্মাণাধীন একটি টিনের ঘরের নিচে বালু থেকে একটি ৭.৬২ মিমি চাইনিজ রাইফেল, একটি স্থানীয়ভাবে তৈরি ৭.৬২ মিমি রাইফেল, এক রাউন্ট রাইফেল অ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরি হাতবোমা উদ্ধার করা হয়।

Advertisement

পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার অস্ত্র ও অ্যামোনিশন হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান লেফটেন্যান্ট জাবিদ হাসান। শরীফুল ইসলাম/কেএসআর