দেশজুড়ে

শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে খুবি শিক্ষার্থী আটক

শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে খুবি শিক্ষার্থী আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক শিক্ষার্থীর নাম মোহাম্মদ মোবারক হোসেন নোমান। অভিযুক্ত নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী।

Advertisement

মঙ্গলবার (১৩ মে) রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের তথ্য নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

আরও পড়ুনকুয়েটে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে শোকজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩ মে বিকালে অনুষ্ঠিত ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য, উপাত্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার স্নাতক ডিগ্রির সনদপত্র সাময়িক স্থগিত রাখা হয়েছে।

এর আগে, গত ২ মে সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের পাশে ওই শিক্ষককে শারীরিক আঘাতের অভিযোগ ওঠে নোমানের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।আরিফুর রহমান/কেএসআর

Advertisement