হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
Advertisement
গুরুতর আহত অবস্থায় ২০ জনকে আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, উপজেলার জলসুখা গ্রামে বর্তমান ইউপি মেম্বার সলিম উদ্দিনের গোষ্ঠীর সঙ্গে একই গ্রামের রেজাউল করিমের গোষ্ঠীর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে।
Advertisement
উক্ত বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (১৩ মে) সকালে দুই পক্ষের লোকজন টেটা, বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/জিকেএস
Advertisement