জাতীয়

ঢাকা-পার্শ্ববর্তী এলাকায় সেনা ক্যাম্পের আপডেট নম্বর

ঢাকা-পার্শ্ববর্তী এলাকায় সেনা ক্যাম্পের আপডেট নম্বর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ক্যাম্পের সহায়তার জন্য আপডেট নম্বরের তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

Advertisement

মঙ্গলবার (১৩ মে) সেনা ক্যাম্পের আপডেটেড নম্বরগুলোর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

১। গাজীপুর, কোনাবাড়ী, পূবাইল, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি, কাপাসিয়া, কালিগঞ্জ, কাশিমপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও এবং গজারিয়া।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৭৬৯-০৯৫১৯৮খ। ০১৭৬৯-০৯৫২৫০গ। ০১৭৬৯-০৯১০২০

Advertisement

২। ডেমরা, ওয়ারী, রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রেলওয়ে স্টেশন, শাহজাহানপুর, কোতোয়ালী, বংশাল, গেন্ডারিয়া, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর এবং কদমতলী।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৭৬৯-০৯২৪২৮খ। ০১৭৬৯-০৯৫১৯৮গ। ০১৭৬৯-০৯৫২৫০ঘ। ০১৭৬৯-০৯১০২০

৩। সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, হেমায়েতপুর, বাইপাইল, দোহার, গাজীপুর, মৌচাক এবং মানিকগঞ্জ।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৭৬৯-০৯৫২০৯খ। ০১৭৬৯-০৯৫১৯৮গ। ০১৭৬৯-০৯৫২৫০ঘ। ০১৭৬৯-০৯১০২০

Advertisement

৪। ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৭৬৯-০৯৩৫০৯খ। ০১৭৬৯-০৯৫১৯৮গ। ০১৭৬৯-০৯৫২৫০ঘ। ০১৭৬৯-০৯১০২০

৫। বিমানবন্দর, খিলক্ষেত, দক্ষিন খান, উত্তরখান, উত্তরা পূর্ব।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৭৬৯-০২৫৭৬৬খ। ০১৭৬৯-০২৫৭৬৯গ। ০১৭৬৯-০২৫৮৬৫ঘ। ০১৭৬৯-০২৫৭৬৭

৬। মিরপুর মডেল থানা, মিরপুর-২, ৬, ৭, ১০, দুয়ারীপাড়া, রুপনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৭৬৯-০৫০৭১০খ। ০১৭৬৯-০৫০৬৯৩গ। ০১৭৬৯-০৫০৬৯৫ঘ। ০১৭৬৯-০৫০৬৯৬

৭। উত্তরা তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৭৬৯-০৮২৮৩৬খ। ০১৩১৮-৩৭১৫৫৪গ। ০১৩১৮-৩৭১৫৫৫

৮। দারুসসালাম থানা এবং শাহ আলী থানা।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৭৬৯-০৩৩৭০০খ। ০১৭৬৯-০৩৩৭০২গ। ০১৭৬৯-০৩৩৭০৪

৯। গুলশান, বনানী, ভাটারা এবং বাড্ডা থানা

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৭৬৯০৫০২৮৩ খ। ০১৭৬৯০১১৫৫৯

১০। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা

যোগাযোগের নম্বরঃক। ০১৭৬৯০৫৩১৪৪

১১। রামপুরা, সবুজবাগ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা

যোগাযোগের নম্বরঃ ক। ০১৭৬৯০৫৩১৬৮

১২। ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাসানটেক।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৭৬৯-০৫১৮২৫খ। ০১৭৬৯-০১৯০৭৩গ। ০১৭৬৯-০১৩২৩৬

১৩। হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান এবং নিউমার্কেট থানা।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৮৯৭৯১৪৮৬২খ। ০১৮৯৭৯১৪৮৬৩গ। ০১৮৯৭৯১৪৮৬৪ঘ। ০১৮৯৭৯১৪৮৬৫ঙ। ০১৭৬৯০৫১৮৩৮চ। ০১৭৬৯০৫১৮৩৯

১৪। শের-ই-বাংলা নগর, আদাবর এবং মোহাম্মদপুর থানা।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৮১৫৭৯৫৯৫১খ। ০১৭৬৯০৫৯৮৮৮গ। ০১৭৬৯০৫১৮৩৮ঘ। ০১৭৬৯০৫১৮৩৯

১৫। তেজগাঁও থানা।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৭৬৯০১৯৪০৯খ। ০১৭৬৯০১৯৪১৫গ। ০১৭৬৯০৫১৮৩৮ঘ। ০১৭৬৯০৫১৮৩৯

১৬। লালবাগ, চকবাজার এবং কামরাঙ্গীরচর থানা।

যোগাযোগের নম্বরসমূহঃক। ০১৭৬৯০১৩৪৩৯খ। ০১৬১৯৮৩২০৬৯গ। ০১৭৬৯০৫১৮৩৮ঘ। ০১৭৬৯০৫১৮৩৯

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

টিট/এমআরএম/জিকেএস