আইন-আদালত

হত্যা মামলায় শাহে আলম মুরাদ ৪ দিনের রিমান্ডে

হত্যা মামলায় শাহে আলম মুরাদ ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে মো. রিয়াজ নামের এক যুবককে হত্যার মামলায় গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ মে) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।

Advertisement

এর আগ মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার গত ৪ মে শাহে আলম মুরাদের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ১২ মে ধার্য করেন।

শাহে আলম মুরাদের পক্ষে আইনজীবী ওবাইদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন। শুনানিকালে শাহে আলম মুরাদ এজলাসে উপস্থিত ছিলেন। শাহে আলম মুরাদের আইনজীবী ওবাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ১৭ এপ্রিল উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

Advertisement

আরও পড়ুন

ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ গ্রেফতার

মামলার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা শাফিয়া বেগম ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।

এমআইএন/এমআইএইচএস/এমএস

Advertisement