গ্রীষ্মের দাবদাহে এসি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে অনেক সময় দেখা যায়, এসি চালু করার পরেও ঠান্ডা হাওয়ার পরিবর্তে গরম বাতাস বের হতে থাকে। এটি একটি সাধারণ সমস্যা হলেও এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে।
Advertisement
১. রিমোট কন্ট্রোলের মোড চেক করুনসবার আগে নিশ্চিত করুন যে এসির রিমোট কন্ট্রোলে কুল মোডে সেট করা আছে। অনেক সময় ভুলবশত হিট, ফ্যান বা ড্রাই মোডে সেট থাকলে এসি ঠান্ডা না দিয়ে গরম বাতাস দিতে পারে।
২. তাপমাত্রা সঠিকভাবে সেট আছে কি না দেখুনরিমোটে তাপমাত্রা (টেম্পারাচার) কমিয়ে দিন। অনেক সময় তাপমাত্রা বেশি সেট করা থাকলে এসি যথেষ্ট ঠান্ডা বাতাস সরবরাহ করে না।
৩. ইনডোর ইউনিটের এয়ার ফিল্টার পরিষ্কার করুনবহুদিন ফিল্টার পরিষ্কার না করলে ময়লা জমে যায়, ফলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয় এবং কুলিং কমে যায়। ফিল্টার মাসে অন্তত একবার পরিষ্কার করা উচিত।
Advertisement
৪. আউটডোর ইউনিটে কারিগরি সমস্যা আছে কি না দেখুনআউটডোর ইউনিট সঠিকভাবে কাজ না করলে কমপ্রেসার চলবে না, ফলে এসি কুলিং করবে না। আউটডোর ইউনিটের ফ্যান ঠিকভাবে ঘুরছে কি না দেখুন এবং শব্দ শুনে বুঝার চেষ্টা করুন কমপ্রেসার চলছে কি না।
৫. গ্যাস (রেফ্রিজারেন্ট) লিক হয়ে গেছে কি না যাচাই করুনযদি এসি থেকে গরম বাতাস আসে এবং ঠান্ডা না হয়, তবে গ্যাস লিক হয়ে গিয়ে থাকতে পারে। এটি শনাক্ত করা ও সমাধান করার জন্য একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের সাহায্য নেওয়া প্রয়োজন।
৬. থার্মোস্ট্যাট বা সেন্সর সমস্যাঅনেক সময় থার্মোস্ট্যাট ঠিকভাবে কাজ না করলে এসি কুলিং বন্ধ করে দেয়। সেন্সর যদি ভুল তথ্য দেয়, তাহলে এসিও তাপমাত্রা অনুযায়ী কাজ করবে না।
৭. সার্কিট বা কন্ট্রোল বোর্ড সমস্যাবিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রাংশ, যেমন কন্ট্রোল বোর্ড বা ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে এসির কার্যক্ষমতা হ্রাস পায় এবং গরম বাতাস বের হতে পারে।
Advertisement
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জেআইএম