অজু করার সময় কমপক্ষে এক চতুর্থাংশ মাথা মাসাহ করা ফরজ। পূর্ণ মাথা মাসাহ করা সুন্নত। কমপক্ষে একচতুর্থাংশ মাথা মাসাহ করলে অজু হয়ে যায়। তবে সুন্নত অনুসরণ করে পূর্ণ মাথাই মাসাহ করা উচিত।
Advertisement
অজু করার সময় কেউ যদি মাথা মাসাহ করতে ভুলে যায়, তাহলে অজু হবে না। এই অবস্থায় নামাজ আদায় করলে তা শুদ্ধ হবে না। ভুলের কথা মনে পড়ার পর অজুসহ ওই নামাজ পুনরায় আদায় করতে হবে। অজু ভঙ্গের কোনো কারণ ঘটার আগে যদি এই ভুলের কথা মনে পড়ে, তাহলে শুধু মাথা মাসাহ করে নিলেই হবে। আর অজু ভঙ্গের কোনো কারণ ঘটার পর মনে পড়লে স্বাভাবিক নিয়মে পুনরায় অজু করে নিতে হবে।
অজুতে মাথা মাসাহ করার সুন্নত পদ্ধতি পদ্ধতি হলো, মাসাহর শুরু থেকেই উভয় হাত পুরোপুরি ব্যবহার করা। হাতের কোনো অংশ পৃথক না রাখা। আবদুল্লাহ ইবনে যায়েদ (রা.) রাসুলকে (সা.) কীভাবে অজু করতে দেখেছেন তা বর্ণনা করতে গিয়ে বলেছেন,
ثُمّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدّمِ رَأْسِهِ حَتّى ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمّ رَدّهُمَا إِلَى المَكَانِ الّذِي بَدَأَ مِنْهُ.রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুই হাত দিয়ে মাথা মাসাহ করলেন- উভয় হাত সামনে থেকে পেছনে এবং পেছন থেকে সামনে টেনে নিলেন, মাথার অগ্রভাগ থেকে মাসাহ শুরু করলেন এবং উভয় হাত ঘাড় পর্যন্ত টেনে নিয়ে গেলেন। উভয় হাত পুনরায় পেছন থেকে মাথার অগ্রভাগ পর্যন্ত টেনে নিলেন। (সহিহ বুখারি: ১৮৫)
Advertisement
অজুর ফরজ কাজ চারটি। পুরো চেহারা ধোয়া, উভয় হাত কুনুইসহ ধোয়া, মাথা মাসাহ করা এবং উভয় পা টাখনু পর্যন্ত ধোয়া। এ চারটি ফরজের কোনো একটি বাদ পড়লে অজু হয় না। অজুর এ চারটি ফরজের কথা কোরআনে এসেছে। আল্লাহ বলেন,
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡهَکُمۡ وَ اَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَ امۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَ اَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِহে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠবে, তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসাহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত কর)। (সুরা মায়েদা: ৬)
ওএফএফ/এএসএম
Advertisement