চট্টগ্রামে নেশাদ্রব্য খাইয়ে ছাদ থেকে ফেলে রণজিৎ দত্ত নিলক (৫৪) নামে এক ব্যক্তিকে হত্যায় কথিত প্রেমিকা রুনা আক্তার ওরফে পিংকি আক্তার ওরফে বিলু (৩৫) ও তার সহযোগী ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে মিজানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
শনিবার দিনগত রাত ১১টায় ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজার এলাকা থেকে বিলু ও রোববার সকালে দেওয়ানহাট এলাকা থেকে মিজানকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন রণজিৎ। তার খোঁজে পরিবারের লোকজন ওইদিন বিকেলে পাহাড়তলী ও আকবরশাহ থানায় যোগাযোগ করেন। পরে শনিবার ডবলমুরিং থানা পুলিশ অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করলেও পাহাড়তলী ও আকবরশাহ থানায় নিখোঁজ তথ্যের ভিত্তিতে পরিবারের লোকজন মরদেহ রণজিতের বলে শনাক্ত করে। এ ঘটনায় রণজিতের স্ত্রী শিপ্রা মজুমদার বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতারডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ জাগো নিউজকে বলেন, মামলাটি ছিল ক্লুলেস। শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে কল ফেয়ে পাহাড়তলী বাজার এলাকার একটি ভবনের একতলা ছাদ থেকে রণজিৎ দত্ত নিলক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে শনিবার রাত ১১টার দিকে কথিত প্রেমিকা রুনা আক্তার ওরফে বিলুকে গ্রেফতার করা হয়।
Advertisement
ওসি আরও বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হলে বিলু জানান- রণজিতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। মাঝেমধ্যে তার বাসায় আসতেন রণজিত। সেই সুবাদে শুক্রবার বিকেল ৫টায় রণজিত পুনরায় বাসা গেলে পূর্বপরিকল্পিতভাবে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে টাকা-পয়সা ও মোবাইল নিয়ে নেন। এরপর বিলুর কথিত স্বামী মিজানের সহযোগিতায় ভিকটিমকে অচেতন অবস্থায় পাশের একটি ভবনের ওপর ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে শনিবার সকালে মিজানকে দেওয়ানহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এমডিআইএইচ/বিএ