সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার (১৪ মে) সরাসরি প্রথম হজ ফ্লাইট যাচ্ছে মদিনায়। বিকেল ৫টা ২৫ মিনিটে প্রথম ফ্লাইটে ৪১৮ জন যাত্রী মদিনার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। এবছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে সৌদি আরব যাবেন দুই হাজার ৬৩৯ হজযাত্রী।
Advertisement
আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে বিমানের আরও চারটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকায়ই যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে। সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগ লাঘবের বিষয়টি মাথায় রেখে এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র জানায়, এবছর সিলেট থেকে দুই হাজার ৬৩৯ জন যাত্রী হজে যাবেন। দেশের বাকি হজযাত্রীরা ঢাকায় ইমিগ্রেশন করে সৌদি আরবে যাবেন। বুধবার প্রথম ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের মদিনায় যাবে। তাদের প্রথম ইমিগ্রেশন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন করা হবে। মদিনায় যাওযার পরে দ্বিতীয় দফায় ইমিগ্রেশন হবে।
Advertisement
বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার জানান, বুধবার প্রথম ফ্লাইট সরাসরি সিলেট থেকে মদিনা যাবে। প্রথম ফ্লাইটে ৪১৮ জন যাত্রী যাওয়ার কথা রয়েছে। এই সংখ্যা বাড়ার সুযোগ নেই। তবে কেউ অসুস্থ থাকলে কমতে পারে।
তিনি আরও বলেন, সিলেট থেকে আরও চারটি ফ্লাইট সরাসরি জেদ্দা যাবে। আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট থেকে ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
হাব সিলেট জোনের সাধারণ সম্পাদক আব্দুল কাদির জাগো নিউজকে বলেন, এবছর সিলেট থেকে দুই হাজার ৬৩৯ জন যাত্রী হজে যাচ্ছেন। তাদের মধ্যে সিলেট থেকে সরাসরি চারটি ফ্লাইটে যাবেন দুই হাজার ৯০ জন। বাকি ৫৪৯ জন ঢাকা হয়ে সৌদি আরবে যাবেন।
তিনি বলেন, এবছর হজযাত্রীদের সুবিধার্থে আমরা সিলেট থেকে পাঁচটি ফ্লাইট চেয়েছিলাম। সরকার আমাদের দাবির পরিপ্রেক্ষিতে পাঁচটি ফ্লাইটের ব্যবস্থা করেছে।
Advertisement
আহমেদ জামিল/এসআর/জিকেএস