ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে মো. সজীব মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
সজীব মিয়া স্থানীয় ছনকান্দা গ্রামের মো. মজি মিয়ার ছেলে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, সজীব মিয়া মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে তিনি একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেন। কিন্তু ঝড়ের কবলে গাছটি উপড়ে সজীব চাপা পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জিকেএস
Advertisement