দেশজুড়ে

কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে প্রাণ গেলো যুবকের

কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে প্রাণ গেলো যুবকের

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে মো. সজীব মিয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

সজীব মিয়া স্থানীয় ছনকান্দা গ্রামের মো. মজি মিয়ার ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, সজীব মিয়া মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে তিনি একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেন। কিন্তু ঝড়ের কবলে গাছটি উপড়ে সজীব চাপা পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জিকেএস

Advertisement