দেশজুড়ে

দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক

দিনাজপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। রোববার (১১ মে) বিকেল ৩টায় তাদের আটক করা হয়।

Advertisement

আটকরা হলেন- বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়াবাড়ী গ্রামের আব্দুর কাদের (২৮), বোনগ্রামের শ্রী সুজন চন্দ্র রায় (১৮) ও দাসনগরের শ্রী সূর্য রায় (২২)।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা যায়, বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের পরমেশ্বরপুর সীমান্তের ৩৩২/১-এস পিলারের কাছ দিয়ে বাংলাদেশের ভেতরে টহল দিচ্ছিল বিজিবি। এসময় তারা ওই চারজনকে আটক করে।

পরে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, কাজের সন্ধানে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গমন করেছিলেন। পরে আবার ভারতীয় দালালদের সহযোগিতায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

Advertisement

আটকদের মধ্যে একজনের কাছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও তিনজনের জন্ম নিবন্ধন সনদ পাওয়া যায়।

পরমেশপুর বিওপির নায়েক সুবেদার দীপেন কুমার সরকার জানান, বিকেলে তাদের বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের পাসপোর্ট আইনে মামলা দিয়ে কোটে চালান করা হবে।

এমদাদুল হক মিলন/জেডএইচ/জেআইএম

Advertisement