দেশজুড়ে

মেঘনা নদীতে বালু উত্তোলনের সময় বাল্কহেড-ড্রেজারসহ আটক ৬

মেঘনা নদীতে বালু উত্তোলনের সময় বাল্কহেড-ড্রেজারসহ আটক ৬

বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ এক কোটি ১৩ লাখ টাকা ও একটি স্পিডবোটসহ ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড।

Advertisement

রোববার (১১ মে) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

আটকরা হলেন, আবুল বাসেদ (৫০), মাসুদ হোসেন (২৪), মো. মহিউদ্দিন (৪৮), রাব্বিল দেওয়ান (৩৩), জান্নাতুল বাকি (২৪) ও মো. সৈকত (২১)।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ মে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কোস্টগার্ড জেলার হিজলার সাওরারচড় এলাকার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় বালু উত্তোলনের সময় ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ এক কোটি ১২ লাখ ৯৮ হাজার ২৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিডবোট জব্দ করা হয়।

Advertisement

তিনি বলেন, আটক ব্যক্তি, নগদ টাকা, গাঁজা ও জব্দ বাল্কহেড এবং ড্রেজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শাওন খান/আরএইচ/জেআইএম