দেশজুড়ে

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১৪

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১৪

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

রোববার (১১ মে) ভোর সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল এই অভিযান চালায়। আটকদের মধ্যে রয়েছেন ২ শিশু, ৩ নারী এবং ৯ পুরুষ।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ছয় মাস আগে ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর ফেরার সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

Advertisement

বিজিবি জানিয়েছে, তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, বিজিবি সদস্যরা রোববার দুপুরে ১৪ অনুপ্রবেশকারীকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

হুসাইন মালিক/জেডএইচ/জিকেএস

Advertisement