দেশজুড়ে

কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালীর কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা।

Advertisement

এ উৎসব উপলক্ষে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সাজানো হয়েছে নতুন সাজে। রোববার (১১ মে) সকাল থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে মন্দিরে সমবেত হন উপকূলের শত শত রাখাইন নারী-পুরুষ।

পরে বুদ্ধ পূজা, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, সূত্র পাঠ, সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া পিণ্ড দান, বোধি বৃক্ষে জল ঢালা, আহার দান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এর আগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গত দুদিন নানা আয়োজন হয় এ মন্দিরে।

বৌদ্ধ ধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন।

Advertisement

কুয়াকাটা কেরানী পাড়ার রাখাইন নেতা উংচং উচো জানান, বৌদ্ধ ধর্মের এই আয়োজন প্রতিবছর হয়। তবে এবছর কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে থাকা এই মূর্তি স্থাপনের শতবছর উদযাপন এবং গৌতম বুদ্ধের জন্ম-মৃত্যু বার্ষিকীতে আমাদের এই আয়োজনে পটুয়াখালী, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভিক্ষু, মাদবরসহ অনেক রাখাইন তরুণ-তরুণীর আগমনে সরগরম কুয়াকাটা। আমরা আজকের এই দিনে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করছি।

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের ভিক্ষু (উপাধ্যক্ষ) ইন্দ্র বংশ বিন্দ বলেন, আজকের এই আয়োজন উপলক্ষে ৩৬ জন ভিক্ষু এখানে এসেছেন। নতুন করে আটজন ঠাকুর বেঁধেছেন। দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অনেক গুরুত্বের এবং সম্মানের। আমরা ভক্তরা আজ টাকা, ফলসহ নানান জিনিস দান করবো। আর এর বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে শান্তি কামনা করা হবে।

আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/জিকেএস

Advertisement