যশোরের ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত আশা (৩৫) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আশা উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাহার উদ্দিনের ছেলে।
Advertisement
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বিএনপির স্থানীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের করেন আশা ও তার ভাই মইদুল। এ সময় জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লবের নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ বাধা দেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ বেধে যায়। এ সময় হামলায় ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। গুরুতর আহত হন আশা ও মইদুল।
আহতদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে আশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়। রাতে ঢাকা মেডিকেলে তিনি মারা যান। সকালে হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। আহত মইদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার পর আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে যশোরের ঝিকরগাছা থানায় মামলা করেছেন।
Advertisement
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
মিলন রহমান/আরএইচ/জেআইএম