রাজধানীর রামপুরায় বিটিভি সেন্টারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় কবির সিকদার (৩০) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
Advertisement
রোববার (১১ মে) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবির সিকদারের প্রতিবেশী মো. পলাশ বলেন, ভোররাতে কবির অটোরিকশা চালিয়ে বিটিভি সেন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী এক মাইক্রোবাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন আওয়ামী লীগসংশ্লিষ্ট সব পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি তীব্র তাপপ্রবাহ থাকবে আজও, কিছু জায়গায় কমার আভাসনিহত কবির সিকদার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলমগীর সিকদারের ছেলে। কর্মসূত্রে রাজধানীর পূর্ব রামপুরায় ভাড়া বাসায় বসবাস করতেন।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর/এএসএম