আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বিশেষ প্রকাশনা ‘কণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক মোড়ক উন্মোচন করেন।
Advertisement
শনিবার (১০ মে) ডিআরইউয়ের শফিকুল কবির মিলনায়তনে মোড়ক উন্মোচন, আলোচনা সভার আয়োজন ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমা মোবারেক বলেন, নারী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রে নারীর অবদান অনেক। তবে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নারীরা পিছিয়ে রয়েছে। এখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নারীরা পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ পরিবেশে নারী সাংবাদিকরা কাজ করছেন। কাজের ক্ষেত্রে পুরুষের থেকে পিছিয়ে নেই নারীরা।
Advertisement
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বিশেষ অতিথি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রুনা লায়লা। এছাড়া বক্তব্য দেন ইউএস বাংলা এয়ারলাইন্সের জিএম কামরুল ইসলাম।
ডিআরইউয়ের নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- ডিআরইউ সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাবেক অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাবেক কার্যনির্বাহী সদস্য আশীষ কুমার দে, সিনিয়র সাংবাদিক খাতুনে জান্নাত কনা, তাসকিনা ইয়াসমিন ও জাহিদা পারভেজ ছন্দা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডিআরইউ অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম প্রমুখ।
নারী দিবস উপলক্ষে নারী সদস্যদের শুভেচ্ছা উপহার ও টি-শার্ট দেওয়া হয়। এর আগে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পক্ষ থেকে গিফট হ্যাম্পার ও শাড়ি দেওয়া হয়।
Advertisement
এনএইচ/কেএসআর/এএসএম