দেশজুড়ে

১৬ ঘণ্টা পর দক্ষিণ বঙ্গে রেল চলাচল স্বাভাবিক, পয়েন্টম্যান বরখাস্ত

ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার ১৬ ঘণ্টা পর পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertisement

শনিবার (১০ মে) দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে রেল লাইনচ্যুত হওয়ার ঘটনায় পয়েন্টম্যান নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

এরআগে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা বামনকান্দা রেল জংশনে জাহানাবাদ এক্সপ্রেস নামের ট্রেনটি লাইনচ্যুত হয়।

ভাঙ্গা জংশনের সহকারী স্টেশন মাস্টার সুমন বাড়ৈ জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে জাহানাবাদ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, নকশিকাঁথা ট্রেনটি তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে জংশন অতিক্রম করে। বর্তমানে বামনকান্দা রেল জংশনে রেল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertisement

এ তথ্য নিশ্চিত করে রেলের পাকশী বিভাগীয় কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, শুক্রবার রাত থেকে লাইনচ্যুত বগি দুটি উদ্ধারে দুটি ক্রেন এনে লাইন সচল করা হয়। পয়েন্টম্যান নজরুল ইসলামের ভুলের কারণে এ দুর্ঘটনা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম