ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় ২৬ পর্যটকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। ওই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। কাশ্মীরের হামলার জন্য শুরু থেকেই ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে কিন্তু ইসলামাবাদ এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
Advertisement
এদিকে ‘অপারেশন সিঁদুর’ এর প্রতিশোধ হিসাবে পাকিস্তানও অভিযান শুরু করেছে। এর নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত নতুন করে তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।
এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে পাকিস্তানের অভিযানের নাম ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ কেন রাখা হয়েছে? আরবি শব্দগুচ্ছ ‘বুনিয়ান-উম-মারসুস’ শব্দের আক্ষরিক অর্থ হলো- সীসার গাঁথুনির মতো একটি অটুট কাঠামো।
পবিত্র কোরআনের সুরা আস-সাফ-এর ৪ নং আয়াতে এটা বলা হয়েছে। এই বাক্যাংশ ইসলামে ঐক্য, শৃঙ্খলা এবং দুর্নিবার প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মূলত এখান থেকেই পাকিস্তানের অভিযানের নামকরণ করা হয়েছে।
Advertisement
অপরদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, পহেলগামে ২৫ নারী বিধবা হয়েছেন যাদের বেশির ভাগই চোখের সামনেই স্বামীর মৃত্যু দেখেছেন। এদের মধ্যে একজনের বিয়ে হয়েছিল মাত্র কয়েকদিন আগে।
সিঁদুর হিন্দু নারীরা বিয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেন। ভারতের হামলার নাম অপারেশন সিঁদুর রাখা হয়েছে মূলত ওই হামলায় স্বামী হারানো নারীদের ক্ষত এবং কষ্টের কথা তুলে ধরে। তাদের সঙ্গীদের চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছে পাকিস্তান ভারতের ২৬ স্থানে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানের বিমান ঘাঁটিতে ভারতের হামলা, পাল্টা হামলা পাকিস্তানেরবেশ কিছু সূত্রের বরাত দিয়ে পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দে রাখা হয়েছে।
টিটিএন
Advertisement